আমার প্রার্থনা প্রভু তোমার চরণতলে,
নিজ কৃপায় গ্রহন করে উর্ধ্বে নিও তুলে।
পাপের সাগরে আমি আকন্ঠ ডুবে আছি,
তথাপি  তোমার হতে করুণার বারি যাচি।
তুমি না তরিলে বল যাব কার কাছে?
প্রভু আর কে আছে এই ধরা মাঝে?
বারেবারে তাই আমি ফিরে ফিরে আসি,
নিজের গোপন পাপ বলি যে প্রকাশি।
বসি তোমার ভুবনের নিভৃত কোনে,
হাত জোড়ে ক্ষমা চাই অনুতপ্ত মনে।
জীবনের ভুলত্রুতি সব মনে পড়ে,
দু’চোখে সন্তাপের জল ঝরে অঝোরে।