তোমার মুখে সূর্যটা আজ একে দিচ্ছে আল্পনা,
সত্যি বলছি, সত্যি বলছি, এটা মোটেও গল্প না!
বিকেল বেলায় হলুদ আলোয় সত্যি দেখেছি,
রুপকথারা তোমার চোখে খেলছে কানামাছি।
আলোর কণা রেণু ছড়ায় তোমার চারিপাশে,
কি জানি কি ভালোবাসা ছড়িয়ে দিতে আসে।
দমকা হাওয়া জুটলো এসে মুগ্ধ নয়ন মেলে,
ফুলগুলো সব ফুটলো দেখ রঙীন নিশান তুলে।
প্রজাপতি পাখার নাচন থামিয়ে দিয়ে আজ,
অবাক হয়ে তাকিয়ে দেখে মুখের কারুকাজ।
হলুদ গাদা লোহিত জবা ধন্য তোমার কেশে,
বিকেলটা আজ ভোর হবে উঠলে তুমি হেসে।