প্রিয় বেদনা, আমায় ছেড়ে যেয়ো না তুমি,
গভীর নিশিথে সংগ দিও একাকিনী।
বিমূর্ত কালপুরুষের মতো,
অপার্থিব আঁধারের মতো,
সংগ দিও, জেগে থেকো পাশাপাশি।


প্রিয় বেদনা,  আমার প্রিয় কালবৈশাখী,
তপ্ত দিনের শেষে হঠাৎ এসে তুমি।
ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিও,
বিজলী হয়ে পুড়িয়ে দিও,
গুড়িয়ে দিও, অভিমানের পাহাড় রাশি।


প্রিয় বেদনা, যে কথা কখনোই বলবো না,
চাপা পড়ে থেকো হৃদয়ের গভীরে।
কালের দ্রুপদী রহস্যে হয়ে,
মুক্তির অব্যাক্ত আকাঙ্ক্ষা নিয়ে।
হারিয়ে যেয়োনা, বিস্মৃতির কৃষ্ণগহব্বরে।


প্রিয় বেদনা, অযাচিত সুপ্রিয় প্রেম আমার,
ধ্রুব তারকার মতো জ্বলে থেকো মনে,
জীবনের দুর্বোধ্য নিশানা হয়ে,
দৃশ্যমান দূরতম গন্তব্য হয়ে,
অথবা বিরহের গভীর আলিংগনে।


প্রিয় বেদনা, হে নিকটবর্তী প্রিয়জন আমার,
আমার পাশে থেকে যেও সারাজীবন,
দেহের অনতিক্রম্য দূরত্ব নিয়ে,
দৈনন্দিন মানসিক টানপোড়েন নিয়ে,
প্রিয় থেকে প্রিয়তমা না হবার আক্ষেপ নিয়ে।


(ঢাকা - ১১/০২/২০২২)