অর্ধেক রোদে, অর্ধেক জলে,
রোদে জলে মাখামাখি সকালে বিকেলে।
ভালোবাসায় অভিমানে দিন যায় চলে,
ইট পাথরে ঠাসা ধূসর নগরে।
ক্ষনিকে প্রেম জাগে, ক্ষনিকে হারায়,
দিনশেষে কাছাকাছি কিসের মায়ায়?
চাল চুলো ডাল নুন কথার বাহানা,
প্রেমের ভাষা সে যে আজ অজানা।
শিথিল না কঠিন আছে হৃদয়ের বাধন,
প্রশ্নের উত্তর পায় না এ মন।
দূরে দূরে সরে থাকে প্রিয় সেই জন,
মনোযোগ দেয় না আগের মতন।
জীবন কঠিন আজ, স্বপনেরা অধরা,
চোরপথে পালিয়েছে আবেগ বেচারা।
লালফুল নীলফুল সাদাফুলের স্মৃতি,
জানিনা আজোও তার মনে আছে না-কি?
ছুটির বিকেলের সেই দেখা চুপিসারে,
মনের বাতায়নে উঁকিঝুঁকি মারে।
প্রেম তবু ব্রাত্য আমাদের মাঝে,
আঁধারে হাতরানো ভালোবাসার খোঁজে।