কোন সে চিত্রকর সাঁজালে সাঁঝের আকাশ,
বিচিত্র উজ্জ্বল রঙে গোপন ভাবনার প্রকাশ।
অলস মেঘ মালা ধরে এনে কি আবেশে,
রাঙালে সবাইকে তুমি মুগ্ধ স্বপন বেশে।
শান্ত নদী জলে ঢেলেছো কি রাঙা সিঁদুর?
তরল কনক স্রোত চোখ যায় যত দূর।
সবুজ ঘাসে বসে চেয়ে দেখি অপলকে,
একাকী বলাকাটি উড়ে যায় দূর পথে।
বিষণ্ণ ডানায় তার রুপকথা লিখা শেষ,
সঙ্গীটি ছিল তার হয়ে গেছে নিরুদ্দেশ।


পালতোলা নৌকাটি স্রোতের বিপরীতে,
প্রাণপন চেষ্টায় হাল ধরে ভেসে থাকে।
দূর থেকে ভ্রম হয় আসে নাকি যায় ফিরে,
কার আশায় একাকী বসে আছি নদী তীরে।
আমার ব্যাকুল ডাক শুনতে কি পাও মাঝি?
তোমার শূন্য তরী এ ঘাঁটে ভিড়াও আজি।
কবে থেকে বসে আছি আমার সকল নিয়ে,
আসবে কখন তুমি নিতে আমায় ও’পারে।
ছাই রঙা অস্তাচলে চেয়ে দেখো একবার,
খুব বেশী দেরি নেই ঘনিয়ে এলো আঁধার।
তুমি যদি না আস সন্ধ্যার আগে আগে,  
ও’পারে আমারে বল নিয়ে যাবে কিভাবে?


(১২.০৮.২০২১, ঢাকা)
ছন্দঃ
ইচ্ছে করছেনা আজ, অক্ষর গুনতে,
জোর করে ধরে ধরে শব্দ ভাঙতে।
ছন্দ যাই হউক লিখেছি আবেগ দিয়ে,
যত বৃত্ত* আছে সব কিছু এড়িয়ে।

*অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত