কত প্রেম আসে যায় বসন্ত দিনে,
কত ব্যাথা শুধু জমা হয় প্রেমহীন মনে।
তার খোঁজ কি নিয়েছে কেউ কাছে এসে,
মুছায়ে দিয়েছে কি বেদনা, ভালোবেসে?
দিবে না কেউ জানি। তাই আমি,
ভালবেসেছি নিজেকে একান্ত আপন ভাবে,
প্রেমিকার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে।
সন্ধাগুলো এখন আমার একার,
কেউ পাবেনা আর ভাগ তার।
আমার জগতের রাজা আমি এখন,
সত্যি বলছি, তোমাকে নেই আর প্রয়োজন।


আমার আছে এখন অনেক আকাশ,
বৃষ্টির ঘ্রানে ভরা সতেজ বাতাস।
হৃদয় আমার পূর্ন এই বেলায়,
জমে থাকা কষ্টরা সব ফুরিয়ে যায়,
অদ্ভুত প্রশান্তি নেমে আসে বুকে,
জীবন ভরে থাকে অপার্থিব সুখে।
তুমি হয়তো মিছে ভাবছো আমি অসুখী,
তোমাকে বুঝানোর কোনো ইচ্ছা নেই আমার,
আমি সুখী নাকি দুঃখী।
আমার ভালোলাগার অর্থ আমি খুঁজে নিয়েছি,
হৃদয়ের নিয়ন্ত্রণ বুঝে পেয়েছি।


যাদের চোখ কখনো হৃদয় দ্যাখেনা,
বুকে হাত দিয়ে ভালোবাসা খুঁজেনা,
নিষ্কাম স্পর্শের গভিরতা জানেনা,
প্রেম কি জিনিস তারা তা বুঝেনা।
তাদের প্রেমিকরা আসে শুধু উষ্ণতা নিতে,
তাদের প্রেম হারিয়ে যায় শরীরের সাথে।
সুহৃদ প্রেমের আজ বড্ড আকাল এখানে,
ভালোবাসা মিশে থাকে বাইরের আবরনে।
কাছে আসেনা কেউ আর এখন মনের টানে,
সবকিছুর সওদা হয় পার্থিব প্রয়োজনে।