যদিবা দিয়েছো অশেষ যাতনা, চক্ষে বেদনা বারি,
হৃদয়ের মাঝে শক্তি দিও সইতে যেন পারি।
নাহি ধন মান, নাহি গুনগান, না চাহি দীর্ঘ আয়ু,
নিচুতা হতে, শঠতা হতে অন্তরে মুক্তি দিও।
জীবন ব্যাপিয়া আছে যারা কাছে পরিবার পরিজন,
মিলেমিশে সবে থাকিবার তরে প্রার্থনা যাচে মন।
সকলে বিলায়ে, সকলে মিলায়ে এই জগত সংসার,
ঘৃণা বিদ্বেষ হিংসা অশেষ করে সব  ছারখার।
লোভের অনলে নিত্য জ্বলে বিবেকের জলাঞ্জলি,
স্বার্থের কাছে চিরদিনই হয়েছে মানবিকতার বলি।
প্রেমের বাধন, অতি প্রিয়জন, সহসা বৈরী লাগে,
অহংকার যখন দাঁড়ায় এসে হৃদয়ের চৌকাঠে।


তবু ক্ষুদ্র প্রান, করে সংগ্রাম, উপেক্ষা করিতে সব,
তোমার শক্তি, করিয়া ভক্তি, যাচি হে অনন্ত রব।
জীবনের গতি, মনের প্রকৃতি, তোমারই তো করতলে,
তোমার কৃপা, চাহিয়া ভিক্ষা, ফিরি নাই কোনোকালে।
সকল কলুষতা, ভাবনার নীচতা, দূর কর চিরতরে,
পুন্য ভক্তি, শুভ আসক্তি, ভরিয়া দাও অন্তরে।