আকাশ ভাংগিয়া এল ঢল,
ব্যাথাতুর চোখ ছলছল।
তমসায় ঢাকিলে গগন,
বিরহে কাঁদে তনুমন।
হারানো দিনের কোনো কথা,
গোপনে জমানো কোনো ব্যাথা,
কে যে এসে কড়া নাড়ে হৃদয়ে,
চিনিতে পারিনা হায় তাহারে।
শুধু এক বিষন্ন অনুভব,
গ্রাস করে রাখে মোর সব।
আঁধারে আঁধারে যায় বেলা,
বাতায়ন পাশে একেলা।
জলে ভেজা পাখিটারে দেখি,
নির্জনে বসে একাকী।
সার্শিতে বৃষ্টির ফোটা,
কেঁপে উঠে শিউলির পাতা।
আকাশ চিড়ে সাদা তড়িতে,
পারিনা আজও তাকে ভুলিতে।
ক্ষনে ক্ষনে পড়ে মনে দমকে,
শান্ত হৃদয় উঠে চমকে।