তৃষিত নয়ন নিয়ে চেয়ে চেয়ে দেখি,
পবন হল আজ মেঘের সারথি।
দূরদেশে উড়ে যায়,
কোথা কোনো বাধা নাই,
ক্ষনে ক্ষনে ঢেলে দেয় শীতল বারিধারা,
জলেতে স্নিগ্ধ করে ক্লান্ত বসুন্ধরা।
জলধির বুক হতে,
বাষ্পকণা উড়ে এসে,
বানায় শুভ্র তুষার মেঘের পাহাড়,
বায়ু বেগে বদলায় নিজের আকার।
গ্রীষ্মের অবকাশে,
পুড়ে সব দাবদাহে,
ব্যাকুল চিত্তে মাগে সবাই একফোঁটা জল,
ঝরাও অমিয় ধারা তুমি অবিরল।
ঘন কালো বর্ষায়,
এলোমেলো হাওয়া ধায়,
ছড়িয়ে থাকে মেঘ তমসার মতো,
দিন রাত বৃষ্টি ঝরে অবিরত।
খালে বিলে নাই স্থান,
ধরনী করে স্নান,
শুচি হয় ধরাতল মুছে জীর্ণতা,
পত্রপল্লবে আনে নতুন বারতা।
আজোও তুমি নব বেগে,
উড়ে আসো নীলাকাশে,
আঁধারে ঢেকে দাও অনন্ত ধরা,
বহাও সুশীতল বৃষ্টির ধারা।