আজ আমার মন ভালো নেই,
তোমার কি মন ভালো?
মনের মাঝে মেঘ জমেছে,
আকাশ করে কালো।
সকাল থেকেই তুমুল বেগে,
হচ্ছে বরিষণ,
মন ভালো নেই, মন ভালো নেই,
কি করি এখন?


বাতায়নের খোলা পথে,
হাওয়ার দাপাদাপি,
উদাস হয়ে বসে থেকে,
চেয়ে চেয়ে দেখি।
রাম ধনুকের সাতটি রঙে,
আকাশ মাখামাখি,
মন ভালো নেই, মন ভালো নেই,
দুঃখ কোথায় রাখি।


বৃষ্টি ধারা সাঙ্গ হলে,
উঠলে রোদ ঝলমলিয়ে,
একটু খানি সময় তোমার,
আমায় দেবে কি?  
মন ভালো নেই, মন ভালো নেই,
তোমায় ভেবেছি!