আমায় মনে রেখো নিশি,
আমায় মনে রেখো সব'চে বেশী।
তোমার অনন্ত গগন জুড়ে,
সে সকল তারকারা খেলা করে,
আমাকে হারিয়ে ফেলো না তাদের ভীড়ে,
রেখে দিও বেদনার্ত স্মৃতির অগোচরে।


আমায় মনে রেখো আষাঢ়,
আমায় মনে করো বারবার।
ঝরতে থাকা অবিশ্রান্ত বাদলে,
পুকুরের জলে ভাসা রঙিন হিজলে।
আমাকে মনের করো তপ্ত দিনের শেষে,
মনে করো একান্তে ভালোবেসে।


আমায় মনে রেখো নদী,
কখনো ভাটিতে আসো যদি।
ভেসে যাওয়া নৌকার ডোরাকাটা পালে,
শাপলা শালুক ভাসা বর্ষার জলে,
মনে রেখো দুরন্ত কিশোরের কথা,
মনে করে দিও বিরহী বারতা।


আমায় মনে রেখো শিশির,
স্মৃতি রেখো ভেজা চরণ দুটির।
সবুজ ঘাসের বুকে শুকানোর আগে,
সকালের মিষ্টি ওম ওম রোদে,
স্থান দিও স্বদেশের নিভৃত কোণে,
যদি পার স্থান দিও তোমাদের মনে।