চাঁদের আলোয় স্নান করে ক্লান্ত  বসুধা,
খেটে খাওয়া মানুষ গুলোর যায়না ব্যাস্ততা।
মেঘের উপর বসত গাড়ে তাদের ইচ্ছেরা,
স্বপ্ন গুলো রাত জেগে দিচ্ছে পাহারা।
এটাই হলো জীবন তাদের বেঁচে থাকার দায়,
টানপোড়েনর বৃত্তচাপে আটকে রয়ে যায়।
কবে কখন বদলাবে প্রহর কেউ জানে না,
চিরতরে ঘুচবে কবে সকল বঞ্চনা।
দিনের শেষে নীলাকাশে একচিলতে রং,
মনে করায় বেচে থাকায় বড়ো প্রয়োজন।