চোখে কি গো আসে নিদ তোমায় না দেখিলে,
কোকিল কি গায় গান বসন্ত না আসিলে।
সওদাগরের নৌকা খানি ঘুরে হাটে হাটে,
আমার নৌকা বাঁধা তোমার শান বাধানো ঘাটে।
কতবার ভেবেছি ডিঙ্গার দিব পাল উড়াইয়া,
ভেসে যাব গহীন গাঙে বন্ধন কাটিয়া।
হৃদয় ভরা ভালোবাসা বাদ সাধে আসিয়া,
একবার হারাইলে মন না আসে ফিরিয়া।


যুবা কালের ভালোবাসা না যায় ছাড়ন,
তুষের আগুনের মতো পুড়ায় মন।
এক বেলা দর্শন বিনে অস্থির থাকি,
কু-ভাবনা আসে মনে ভুলে গেলা নাকি?
শতক উছিলা করে তোমার বাড়ি যাই,
দূর থেকে দেখে মনের আক্ষেপ মিটাই।
দুরন্ত বাতাসে উড়াও পোষা কবুতর,
কেমনে জানাই তোমারে মনের খবর।


শীত গ্রীষ্ম আসে যায় চেয়ে চেয়ে দেখি,
বুকের মাঝে ছটফটায় আশার পাখি।
আঙিনায় বেড়ে উঠা শিমুলের তলে,
ইচ্ছা করে ঘর বাধিব দুই জনে মিলে।
বাপেরে শুধাইয়ো কন্যা আমারা কথা,
পাশের গায়ের গৃহস্তের একমাত্র বেটা।
মাঠভরা জমিতে ফলাই ধান শত মণ,
সারা জীবন রাখিব রানীর মতন।