আকাশের নৃপতি, কালো মেঘে দিল গতি,
ঢাকিল গগনতল আঁধারে।
পত্র শাখাগুলো, ঝরো বায়ে এলোমেলো,
বরিষণ এলো বুঝি আষাঢ়ে।
শুষ্ক ধরা মাঝে, আনন্দ বারতা বাজে,
খালে বিলে উচ্ছ্বাস জাগে।
চঞ্চলা নদীজল, বয়ে চলে অবিরল,
ক্ষীণ তনু ধায় তীরবেগে।
রৌদ্রের দেখা নেই, মুখ ভার নিমিষেই,
সকাল গড়িয়ে যায় সাঁঝে।
বৃষ্টির তোড়জোড়ে, বের হবে কি করে,
সময় কাটে না গৃহ মাঝে।
জানলাটি খুলে রাখি, দূর বিলে চেয়ে দেখি,
ভরা জলে থইথই করে।
পাল তুলে মাঝি যায়, কোন সে সুদূর গায়,
কোনদিন ডেকে নিবে মোরে।


(১০.০৮.২০২১, ঢাকা)