মনে সাধ জাগে করি তোমার বন্দনা,
হে কবি রবীন্দ্রনাথ, শাশ্বত প্রেরণা।
আমাদের বাতিঘর আঁধারের দিশা,
এনেছিলে প্রাণ মাঝে নবতর আশা।
উচ্চে তুলেছিলে নাম বিশ্ব দরবারে,
সর্বশ্রেষ্ঠ পুরস্কার নিয়ে এলে ঘরে।
সাহিত্যের প্রতিক্ষেত্রে তব বিচরণ,
প্রাত্যহিক জীবনের সরল দর্পন।

আজ তুমি ম্লানতর সাধারণ মাঝে,
পুরোনো আবেগ আর পাইনাকো খুঁজে।
সকলে ব্যস্ত কেমন আপন খেয়ালে,
ভেবেছো সবাই বুঝি গেলো তবে ভুলে?
নাটকে কবিতা গানে তুমি চিরঞ্জীবি,
পালা পার্বনে আজও তোমাকেই ভাবি।