উজ্জ্বল রোদে আজ আকাশটা হাসছে,
মনের ভাবনাগুলো ডানা মেলে ছুটছে।
বসন্ত বাতাসে ভাসে হারানো স্মৃতি,
বদ্ধ ঘরে বল কি করে থাকি?


কুয়াশার ধোঁয়াশা সরে গেছে দূরে,
চারপাশ সেজেছে রঙিন চাদরে।
আকাশের নীলটা করে ডাকাডাকি,
বদ্ধ ঘরে বল কি করে থাকি?


ঝরা পাতা ছড়ানো বনের পথে,
আলোছায়া রৌদ্দুরে জলছবি আঁকে।
বুনো ফুলে মৌমাছি করে মাতামাতি,
বদ্ধ ঘরে বল কি করে থাকি?


ঐ দূরে সৈকতের সোনালী বালিতে,
নীলজলে নীলাকাশ ছায়া দিয়ে রাখে।
ভাবনায় তুমি আমি করি হাটাহাটি,
বদ্ধ ঘরে বল কি করে থাকি?