তিতাস পাড়ে সবুজ মাঠে,
আজকে দুপুর বেলা,
বছর ঘুরে জমলো আবার,
চৈত্র মাসের মেলা।
পড়লো সাড়া গ্রামে গ্রামে,
পড়লো সাড়া মাঠে,
বৌ ঝি'য়েরা আঁচল খোলে,
পয়সা দিল হাতে।
খোকা খুকি ছেলে বুড়ো,
আনন্দে উচ্ছল,
মেলার পথে যাচ্ছে সবাই,
করে কোলাহল।
রঙিন শাড়ি, আলতা চুড়ি,
বাহারি আয়না।
ছোট্ট খুকি গাল ফুলিয়ে,
ধরেছে বায়না।
তিনকোনা গুলতি জোড়া,
রঙিন সুতো ঘুড়ি,
কিনে যদি না দেয় বাবা,
দিয়ে দিব আড়ি।
তিলের গজা, মিষ্টি মোয়া,
ঘন দুধের পায়েশ,
মুখে দিলেই মিশে জিভে,
খেতে লাগে বেশ।
হাতল টেনে গল্প শুনায়,
টিনের বায়োস্কোপ,
দেশ বিদেশের রঙিন ছবি,
লাগে যে কি অদ্ভুত।
নাগর দোলা, বাদর নাচন,
সংগে টিয়াপাখি,
হাতের টাকা ফুরিয়ে গেল,
কিনতে সদাই-পাতি।
ফিরে সবাই গায়ের পথে,
সাঁঝ গড়িয়ে আসে,
জমবে আবার মজার মেলা,
আসছে চৈত্র মাসে।


(ঢাকা-২০/০৩/২০২২)