সাজিয়েছি জীর্ন কুটির যতন করে,
কখনো যদি আসো ভুল করে,
ভুলে যাওয়া পথ ধরে।


অবচেতন মন করে যদি স্মরণ,
বাড়ায় যদি অবাধ্য চরন,
ভেঙ্গে সব বারণ।


তবে তুমি এসো তপ্ত বৈশাখ মাসে,
তীব্র ঝড়ের ডানায় ভেসে,
দিনের আলো শেষে।


আমি বুক পেতে নিব প্রলয়ের স্বাদ,
সেদিন যেন না হয় প্রভাত,
চারিধারে তমসা অগাধ।


আলো আধার বুঝেনা অন্ধ নয়ন,
শুধু প্রেম জেগে রয় চিরন্তন,
বিরহে হৃদয় সমর্পণ।


অতীতের সব স্মৃতির বিমূর্ত সাজ,
ভুলে গিয়েছি লোক লাজ,
তোমারই প্রতীক্ষা আজ।