আসলো কি রে নতুন ভোর বদ্ধ দ্বারে?
আলোর ছোঁয়া লাগলো কি রে বিশ্বজুড়ে?
কুসুম কলি কানন প’রে ফুটলো থরে,
জাগলো রে দেখ সুপ্ত তনু নতুন সুরে।  
আর কত কাল আঁখি মুদে রইবি পড়ে,
আঁধার কেটে সোনা রঙের আলো ঝরে।
আসেনি কি নতুন ভোর তোর দুয়ারে?
আঁধার খানি ঘুচা এবার তোর অন্তরে।


ডেকে ডেকে ক্লান্ত রবি যায় যে চলে,
ফিরবেনা সে তোর দুয়ারে রাখিস মনে।
ফিরিয়ে দিলি আলোর ডাক অবহেলে!
আঁধার রাতে খুঁজবি তারে ব্যর্থ হলে।
ভুগবি যখন সারা জীবন কর্ম ফলে।
দোষবি কারে বল অভাগা, ভীষন ভুলে।


(স্বরবৃত্ত, ৪+৪+৪ মাত্রা)
(২২.০৭.২০২১, ঢাকা)