কাছে আছো, তবু বিরহ বেদনা জাগে বুকে,
দিনগুলো সব শেষ হয়ে আসে দ্রুত,
স্তব্দ চারপাশ কি দারুণ শোকে।


অনাদিকালের গভীর থেকে এসেছিলে অপ্সরী,
নয়ন মেলে দেখেছি কি দেখি নাই
শুরু হলো বিদায়ের তড়িঘড়ি।


শুনতে কি পেয়েছিলে চমকিত হৃদয়ের আহবান?
ভালোবাসার নিমগ্নতায় পরিপূর্ন হয়ে,
সঁপেছিলো না চেয়ে কোনো প্রতিদান।


নিরবে নিভৃতে যখন সুর মিলিয়েছিলাম তোমার সুরে,
অন্ধ সময়, নিস্পৃহ আবেগের ইশারায়
আমাকে ডেকে নিয়ে গেলো বহু দূরে।