যারা চাঁদ কি বুঝেনা, বুঝেনা বৃষ্টির মানে,
তাদের সাথে আপোষ বাঁচবার প্রয়োজনে।
****   ****        ****   ****
মাঝ সাগরে জাহাজে, অনিমেষে আঁখি তুলে
দেখেছি পূর্নিমা চাঁদ, সুদূর অতীতকালে।
পাঁড় নাবিকের দল গান গায় কোলাহলে,
চোখ তাদের সাঁটানো মদের নীল বোতলে।
চাঁদ মুখে মেঘ ভাসে রুপালী পর্দার মতো,
খসে পড়ে আলগোছে গভীর লাজে আনত।
জাহাজের খোলা ডেকে মাতালের চিৎকার,
জোছনা দেখার মতো চোখ থাকেনা সবার।
তাদের জীবনপাত একফোটা লালজলে,
তাদের দৃষ্টি লুটায় নোনতা মাংসের থালে।
পঁচা বাসি পাটাতন আঁকড়িয়ে ধরে থাকে,
প্রিয়ার দেহের ঘ্রাণ, এক পাশে ফেলে রেখে।
সাহস নেই ওদের আকাশে চোখ রাখার,
পূর্ণচোখে অন্ধ ওরা জোছনা যেন আঁধার।
একাকী জাহাজ ভাসে শূন্য দিকচক্রবালে,
একাকী বিচ্ছিন্ন যাত্রা, নীল ছেড়ে কালোজলে।
তারমাঝে একা আমি মাতালদের হুল্লোড়ে,
সব পথ বন্ধ থাকে, যাওয়া হয়না তীরে।
যারা চাঁদ কি বুঝেনা, বুঝেনা বৃষ্টির মানে,
তাদের সাথে আপোষ বাঁচবার প্রয়োজনে।
(২৭.০৭.২০২১ ঢাকা )