আমাদের সংসারেও মাঝে মাঝে সুখ আসে,
সবটাই নয় অভিমান,
শ্রাবণ ধারার শেষে, সূর্যের কিরণ হাসে,
সুখের পাই সন্ধান।
ধোয়া উড়া চা'য়ের কাপে, সস্তা বিস্কিটে,
ভালোবাসা মাখা থাকে অনিশেষ,
পাশাপাশি বসে থাকা, হারানো স্মৃতি গাঁথা,
দূর করে হৃদয়ের ক্লেশ।
টবে ফুল এলো কিনা, পাখি দিল কি ছানা,
হালকা চটুল আলাপ,
তোমার আমার হাসি মুখ, হঠাৎ একটু সুখ,
ভুলায় ব্যাথার প্রলাপ।
তরকারি পানসে, তাতে কিবা যায় আসে,
এক সাথে বসে ভাত খাওয়া,
কৃষ্ণচূড়া গাছে, এক ঝাক ফুল ফুটে,
দু’জনাতে কুড়িয়ে নেওয়া।
তুমি আমি কাছাকাছি, এই তো বেশ আছি,
ভুলবোঝা তবে কেন এতো?
আমদের অন্তরে, হাহাকার কেঁদে ফেরে,
প্রেম তো হয়নি গত।