আমার হৃদয়ের আঁধার গৃহে,
আলোক শিখা দাও হে পশে।
হিংসা বিদ্ধেষ পরশ্রীকাতর,
সব হতে মুক্ত করো অন্তর।
যত আছে শুভ কল্যাণ ভাবনা,
পূর্ণ করে দাও প্রানে, এই যাচনা।
প্রভাতে জ্বলে যে রবির আলো,
তার কিছু মোর অন্তরে ঢালো।
না পেলে তোমার করুনা বারি,
নিজে কি আমি জ্বলতে পারি?


ক্ষুদ্র তনু সদা ভয়ে কম্পমান,
তরংগ চারপাশে পাহাড় সমান।
কি পরিক্ষা কখন নিবে আমার,
ব্যাকুল এ চিত্ত ভাবনায় অসার।
আনন্দ আড্ডায় কেটে যায় বেলা,
তার মাঝেও মনে ভয় করে খেলা।
না জানি কখন ডাক মোর পড়ে,
তোমার নিভৃত নির্মল মন্দিরে।