জলধির অমিত ঢেউ ভীষণ হুংকারে,
ডুবিয়ে দেয় সবকিছু গভীর সাগরে।
যত বড় তরী হউক যত বড় দেহ,
ডুবিয়ে মারে সবে বাদ যায়না কেহ।
নিষ্ঠুর অন্তরে তার নেই কোনো মায়া,
ডুবিয়ে মারা যেন তার ছেলেখেলা।
বেলা শেষে ঢেউটি তটে লুটায় এসে,
শক্তির বিক্রম তার হারায় নিমিষে।


আজ তুমি তেজদীপ্ত শক্তির আধার,
নিজেকে ভাবছো এক অজেয় পাহাড়।
প্রতিক্ষণে অপমান করছো মানুষে,
তাদের মনোকষ্টে কিবা যায় আসে।
আত্মঅহংকারে তুমি আছো বুদ হয়ে,
দম্ভ প্রকাশ তোমার প্রতিটি চরণে।
ভুলে গেছো মনে হয় জগতের রীতি,
শক্তি থাকেনা কারো চিরকাল ব্যাপী।
সবকিছুই শেষ হয় সময়ের সাথে,
পায়েরও ছাপ পড়ে অজেয় পর্বতে।
আজ যাকে অপমান করছো অবিরত,
তার কাছে হাতজোড় করবে সতত।
অহংকারে পরাজয় আনে নিশ্চয়,
মানবিক মূল্যবোধের হয় অপচয়।