একদিন থেমে গেলে পাখিদের কূজন,
মুখোমুখি আবার বসব দুজন।
হেমন্তের রোদ হলদে হয়ে এলে,
কোনো এক জলের প্রান্তে,  বিকেলে।


সবুজ ঘাসের বুকে তখন মরা পাতার গান,
বাতাসে শীতের আগমনী ঘ্রাণ,
শেষ হবে কি আমাদের গাঢ় দীর্ঘশ্বাস?
নিশ্চুপ ছড়ায়ে থাকে ধুসর আকাশ।


যে প্রেম চাপা পড়েছিল হৃদয়ের জঞ্জালে,
যে প্রেম ছিল আমাদের, কোনো এক কালে,
সিগন্যাল মিস করা ট্রেনের মতন,
আমাদের ছেড়ে সে যে চলে গেছে কখন!


তাই তোমাকে খুঁজি না আর ডায়েরির পাতায়,
যে চলে যাবার, সে তো চলে যায়,
মাথার দিব্যি, ঈশ্বরের শপথ, বেমালুম ভুলে,
রাতের আঁধারে নয়, দিনের আলোতে।


উড়ে যাওয়া পাখির পালকের মতো,
তবু কিছু স্মৃতি পড়ে থাকে ইতস্তত,
না যায় ভোলা, না যায় উপেক্ষা করা,
থেকে থেকে শুধু বাড়ায় যন্ত্রনা।