তোমার বাগানে আমি সকালের রোদ হব,
সবুজ ঘাসের ডগায় আলতো শিশির হব।
পুর্তলিকার মতো সাত রঙের আলো হব,
বাতাসে ভেসে থাকা ফুলের সুবাস হব।


সফেদ কাপে উড়া চা’য়ের ধোঁয়া হব,
বেতের চেয়ারে পাতা কুশির ফুল হব।
ঝুলে থাকা পর্দার বাহারি নকশা হব।
দরজার পাশে রাখা টেরাকোটা কাজ হব।


ড্রেসিং টেবিলে রাখা গহনার বক্স হব।
বইয়ের ভাঁজে থাকা শুকনো ফুল হব।
ছাদে বেঁধে রাখা সুরেলা ঘন্টা হব,
শোকেসের পাশে রাখা ফুলের টব হব।


বিছানার দুই পাশের রঙ্গিন বাতি হব,
বালিশের কভারের সূচের কাজ হব।
দেয়ালে ঝুলিয়ে রাখা ছবির ফ্রেম হব,
তোমার হৃদয়ের কাঙ্ক্ষিত প্রেম হব।