অসীম তিমিরে, ডাকিল তোমারে,
আপন ক্রোড়ে।
শত শত জন, করিছে স্মরণ,
ভক্তি ভরে।
যে শ্রদ্ধার বাঁধন, স্নেহের শাসন,
করেছিলে সৃজন।
আপন হাতে, কাটিলে তাকে,
করে সব বিসর্জন।
ও’পাড় হতে, শুধাইলো তোমাকে,
চলে এসো এই ক্ষণে।
সে ডাকের সুর, বড়ই কঠোর,
কে ফিরাতে পারে?
আজ তুমি তাই, চলে গেলে হায়,
অন্তিম অবকাশে।
মনে ব্যথা লয়ে, দেখি মুখ তুলে,
সুদূর ঐ আকাশে।
তারকার সাথে, আছো নাকি মিশে,
কোনো অজানা লোকে।
তোমার বাণী, ধ্বনিবে না জানি,
নশ্বর পৃথিবীতে।
স্মৃতির ডালা, যায় না ভোলা,
মনে আসে ক্ষণে ক্ষণে।
সময়ের সাথে, ধুলো জমে তাতে,
তবু ছাপ থাকে গোপনে।