হঠাৎ যখন চোখে রেখে চোখ,
বললে আমায় ভালোবাস খুব,
আমি তাকাই ডাগর আঁখির প'রে
একটি বারও পলক যদি পড়ে।
খুঁজে ফিরি নিশ্চয়তার ছায়া,
দেখতে পাই ভুবন ভরা মায়া।


এমনি করে সব যে বলে দিলে,
কিছুটা না হয় রাখতে আড়ালে।
কিছু না হয় কল্প জগত জুড়ে,
থাকতো আমার হৃদয় গভীরে।
সকাল সন্ধ্যা আশা নিয়ে বাঁচা,
আর কিছু দিন চলতো খেলাটা।


কোত্থেকে যে অস্বস্তি আর ভয়,
চাপলো এসে হঠাৎ ভুবনময়।
যে কথাটা শুনতে তোমার মুখে,
অধীর হয়ে বেলা যেতো কেটে।
সে কথাটা শুনে কেমন আজ
বাকরুদ্ধ করলো ভীষন লাজ।


(ঢাকা - ০২/০৫/২০২২)