পদ্ম বিলে এসো সখি
বাজাব যখন বাঁশি,
মনে মনে পরে আছি
তোমার প্রেমের ফাঁসি।


শ্রাবণ দিনে ঝরবে যখন
অঝর ধারার বৃষ্টি,
মুখোমুখি বসব দুজন
হবে প্রেমের সৃষ্টি।


পদ্ম ফুল জলে ভিঁজে
পরে লাল শাড়ি,
হাতে নেয় অনেক মানুষ
নেয় না কেউ বাড়ি।


পদ্ম বিলে এসো সখি
পদ্ম ফুল নিতে,
মুখর করে রাখব প্রহর
ভালোবাসার গীতে।


পদ্ম ফুল আমার সখি
আর কেউ নয়,
পদ্ম ফুলের প্রেমিক আমি
করো না আমায় ভয়।