ব্রিহশ প্রলয় দিন আজ ,
মালায় প্রলিত হয়েছে হাজার
ফুলেরও বাগান ,
অনামিকা আখাঙ্কা নিয়ে
গঠিত মোর এই মন ,
চেহেই থাকে সারাক্ষণ
তোমারেই আপন,
দিন গেল , রাত গেল
গেলো মোদের দিবানিশি,
তবু রইল তোমার প্রানবিনাশি ,
রাতে নেমে এলো হাজারো
মধুর ধারা বৃষ্টি ,
তবে খুজেকো পাইনি,
তোমার মুখে মিষ্টি মাখা হাসি ,
তুমি দেবি , তুমি অপরুপ  ,
তুমি প্রানবন্ধুয়া , তুমি সর্বজিবনি বন্ধুবাধন ,
তবে তোমাকেই ঘিরে সবই আপন ,


আগমন প্রলব ,
শুক্রবার দিনটা অতি স্মরণীয় সৃতি
তোমাতে ঘিরে,
প্রতিটি বছর এই একটি দিন
তুমি হও প্রস্ফুটিত  নতুন করে ,


মোমে দিলে হৃদয় থেকে আবেগপ্রলিত হাওয়া
দেখেছ কি খেয়ালি মনে ?
মোমের আবরণ তোমাতে সাদা ।


দেবী তুমি অরণ্যর আড়ালে,
এসো বারবার প্রতিটি বছর,
এই দিনে নতুনত্ত বহরে
তোমায় ঘোষিত শুব জন্মদিন।