আজ বৃহস্পতিবার,দিনের শেষ লগনে
আজ দেখেছিলাম তোমায়,
দিনের বৈচিত্র্যময় ভুবনে
আজ দেখেছিলাম তোমায়,
দিনের প্রথম অন্তরালে,
মনে হয়েছিলো তোমায় প্রকৃতির বন্ধু বলে,
আজ প্রথম আগমনে, চক্ষুভঙ্ঘী হয়ে
চেয়েছিলাম তোমায় সর্বচোখের আড়ালে
মনোপ্রাপ্তি হয়ে,
হৃদয় আমার বলে উঠে
হাসি তোমার মুচকি হাসি দেখে,
শরীর তোমার মাটিঅনু দ্বারা আবিষ্কৃত
সোন্দর্য আমার দুই চোখে ঝরনার মতো
তবু কেন মনে হয়, বন্ধু তুমি প্রকৃত
দেহ তোমার,মন আমার
তবে ভালোবাসার জীবনটি তোমার আর আমার,
চক্ষুভঙ্গি হয়ে দেখি তোমায়,
মনে হয় চাঁদ হয়ে উঠে আলোকিত,
লাল-ললিত ভঙ্গিতে ঠোঁট নাচে তোমার,
মোর হৃদয়ের গহিনে রক্ত নাচে আমার,
ওগো সুরজ্জদেবি,একবার চেয়ে দেখো,
চোখ আমার টলমল করে,
রূপ থেকে ঝড়ন্ন,
তবু একবার আমি তোমায়,
এই প্রকৃতির সামনে
জড়িয়ে ধরে বলতে চাই,
আমি তোমার যোগ্য ,তুমি আমার প্রাপ্য ।
তুমি আমার ভালবাসা তোমাকেই আপন করে ভাব্য ।।