আজ পহেলা বৈশাখ,
বৈশাখীর প্রথম দিন,
দিনটি ছিল শুধু তোমার তরেই শৌখিন,
বাত্সরিখ মাসের শুরুতে,
তেড়ে এসো মোর কাছে
সাথে বয়ে আনো সৃতি ভরা
আবেগের অনুকুল;
তবু কেন বার বার মনে হয় বৈশাখী,
তুমিই আমার প্রথম বৈশাখ।
লোকে করে নতুন বর্ষবরণ,
শুভ নববর্ষ বলে,
আর আমি করি নতুন জীবনের বরণ,
তোমায় দেখিয়া এই দিনে,
বৈশাখী তুমি বোলো এবার,
কবে আসবে হয়ে আমার বৈশাখী।
প্রকৃতি বয়ে আনে ঝড়ও হাওয়া,
আর তুমি আনো ঝড়ও আবেগ,
গাছে দোলে পাতা,আকাশে উড়ে মেঘ,
তুমি দাও এই মনে দোলা ;
আর ভাসও এই নয়নে,
দিন জায়,বেলা যায় তবে শেষ হয় না এই কাল,
তবু তমারে নিয়ে শেষ হয় নাহ দেখা আমার স্বপন
লাল-শাদা মিলিয়ে পরও একখানা শাড়ি,
যদি পার তবে দিও ভালোবাসা নারী,
আশে পাশে দেখি এই নয়নে ,
প্রজাপতি উড়ে যায়,
হৃদয়ের ডানা মেলে ,
করিলাম গ্রহন তোমায় আজ এই বৈশাখে ,
তুমি আর আমি দুজনেই থাকবো
দু জনের হৃদয়ের বাকে বাকে ।