ভুল স্রোতে
          


হে রৌদ্র, হে চন্দ্র, হে সূর্য, হে জীবন
    মেনেছিলাম তোমাদের সর্ব নীতিমালা,
তবে কেন ভাঙলে আমার মালায় গড়া নীতি ।
মেনে গেলাম সর্ব নীতি, সর্ব মালার জীবনী,
    তবু কেন মোর জীবনে, শেষ বিকেলে,
ছিড়ে দিলে মোর মালায় গড়া নীতি।


রৌদ্র অস্ত যায়, রাত্রি বিদায় নেয়,
            সকাল করে আগমন,
অথচ সময় করে সকলকে নিমন্ত্রণ,
এসেছি এক মানব হয়ে, মানবী সমাজে
রইলাম এই মানব হয়ে, মানবের এক অসামাজিক সমাজে।
পৃথিবী হল এক পরীক্ষাগার,
     আর আমি(মানব) হলাম,
      সেই পরীক্ষার উপাদান।
বিকেল বেলা এলো দিয়ে, শেষে ফুরিয়ে যায়,
       তাইতো মানবীরা সকাল, বিকেল,  দুপুর, সন্ধ্যা কে মানে চার দৃষ্টির খেয়াল।
পরীক্ষাগার গড়া নিয়ম নীতিতে,
       কিন্তু মানব গড়ে অস্সৃঙ্খলায়,
তবুও পরীক্ষাগারে, যে মানবীরা,
       খেতাব গ্রহণ করে, তা আমি বুঝতে পারিনা।