. উৎসর্গ –  সাফিরা
                                    
  সেদিন  ছিলাম ধান- ক্ষেতের মাঝে শুয়ে ,
ঘুম গিয়েছিলো ভেঙ্গে , সূর্যের আলোর কারণে মনে হয়েছিল প্রথমে ,
  পরে মনে জেগেছিল কৌতূহল , বোধহয় বহুদূরে  বিশ্ব-ব্রহ্মাণ্ডের বাইরে কেউ  ছড়িয়েছে আলো ,
  দু-চোখ বন্ধ করে যাত্রা করলাম  বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে ,
  এক অজানা গহীনে , তারাদের মাঝে ,
  জ্ঞানী মশাই বলে উঠলেন হয়েছে বেশ , সময় আসছে ফুরিয়ে ,
  তবে কি সম্ভব যাত্রায় অগ্রগতি ঘোষণা করা ?
  বাড়িয়েছি মাথা , বাড়িয়েছি অনুকূল তাই বলে দিতে হবে প্রতিদান ?
  আবহাওয়ায় ছিল অস্থিরতার কেন্দ্রবিন্দু ,
  তবে ইচ্ছায় ছিল মূল কেন্দ্র ,
  মনে হল আমি বোধহয় আর বেঁচে নেই !
  মনে হয়েছে পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে ,  চিরনিদ্রায় চলে গিয়েছি ।
  যত যাই ততই অবাক হই , চারিদিক এত আলোকিত যে সবকিছু অস্পষ্ট ,
  আশে পাশে অজস্র তারা , তবুও বুঝে উঠতে পারছিনা এত কিরণ কার ?
  যে ঘরে প্রদীপ নেই, সে ঘরে হয়ত আলো নেই , তাও সীমিত সময়ের জন্যে ,
  ঠিক তেমনি যেখানে আলো ছাড়া জীবন নেই,
  সেখানে তোমার আবির্ভাব, উপস্থিতি করে তোলে  জীবন পূর্ণময় ।  
  মনে পড়ে রাতের আকাশে চাঁদের আলোর কথা , মনে পড়ে চাঁদনী রাতের কথা ,
  ইচ্ছা ছিল বেশ , জমাবো পাড়ি একদিন চিরস্থায়ী ঠিকানায় ,
  যেখানে সময় আর স্মৃতি থেমে ব্যাখ্যা দেয় একাকার ,
  হাজার বছর ধরে চলেছে ক্লান্তহীন গবেষণা,
  তবে কোন মানব খুঁজে পায়নি তোমার ঠিকানা।
  এক  বিখ্যাত জ্ঞানী বলেছিলেন , “ যার নেই কর্ম, তার নেই মর্ম ”!
  হয়ত তাই হাজার বছরের গবেষণা বিফলে গিয়েছিলো !
  মনে পড়ে কিছু অবাস্তব ঘটনার ব্যাখ্যা !
  তবে কি আমি হাজির দেবীর ভুবনে ?
  দেখেছিলাম চাঁদের আলো, দেখেছিলাম জ্যোৎস্নার আলো ,
  তবে দেখিনি কবু  দেবীর আলো, যে আলো দেখলে হয়ত আত্মা ধন্য হয়ে যায়!
  শুনেছিলাম কত গল্প তবে ভাবিনি বাস হবে তোমার হাজার তারার কক্ষপথে !
  দেবী তুমি  সর্বশ্রেষ্ঠ  অপরূপ সৌন্দর্যের  পরিহার ,
  চুল তোমার কৌতহূলের নেশার মত ,
  মুখ তোমার গোলাপের শিল্পকর্ম , দূরে অরণ্যে পৃথিবীর বেলাভূমিতে মন
  ভেঙে-হাল ছেড়ে সব হারিয়েছে আজ ওরা যুবরাজ ।
  ঝল-মলে তারার মেলার মাঝে যখন চোখে দেখি হাজারও কিরণ ,
  তেমনি মনে পড়ে তোমার কথা  প্রতি দৃষ্টির অক্ষরে ।
  দেবী বলে মরে , “কেন এসেছ এত দূরে বহু কক্ষপথ পাড়ি দিয়ে” ?
  আমি বলি , “ সবচাইতে সুন্দর তোমাকে দেখতে দিতে পারি অজস্রপাড়ি”।
  চক্ষু খুলিয়া দেখি আমি আছি এক বেলা ভূমিতে।
  এখন জ্ঞানের কূল পেরিয়ে বুঝে উঠতে পেরেছি সকাল কেন হয় ,
  মাঝে মাঝে তারা কেন ঝরে পড়ে ?
  ঈশ্বর চেয়েছেন বলেই সব কিছু একটি প্রতিছবি তোমায় ঘিরে,
  আছি অপেক্ষায় তাকিয়ে কবে তুমি  ত্রিভুজের  মাঝ দিয়ে হাজির হয়ে বাস্তবে রূপ নেবে।