মাঝে মাঝে মনটা আমার
পথিক হতে চায়
দূর পাহাড়ের কোল ঘেষে ঘুরে বেড়াতে চায়
অতৃপ্ত মন।
মাঝে মাঝে বাউল হতে বড় স্বাধ জাগে
পথ থেকে পথে ঘুরে বেড়াব আপন মনে
বাজাবো নতুন সুর।


কখনো উদাসী হয়ে যাই
দূর দেশে চলে যেতে যাই
নির্জনে, একা ও নিঃসঙ্গতায় নিমগ্ন থাকতে চাই
করতে চাই কিছু অমর সৃষ্টি।


উড়তে বড্ড ইচ্ছে করে আমার
পাখির ডানাগুলো দেখে হিংসে হয়
উড়তে পারি না বলে, নিজেকে তখন
লোহার শৃঙ্খলে আবদ্ধ মনে হয়।
বাস্তবতার চাদরে আবদ্ধ আমি,
চাইলেই তাই
সব চাওয়া হয় না পাওয়া