আমি আজো শুনি হাহাকার আর চিৎকার
ভালোবাসার কান্নার,
হৃদয় জুড়ে জমে থাকা
না বলা বেদনার।
আজ আমার ইচ্ছে গুলো
ফুল না হয়ে
কুড়ি থাকতেই ঝরে পড়ে,
আমার সাজানো বাগান
আজ এক জনশূন্য দ্বীপ
বেদনার বালিচরে।
আমি আজো শুনি চিৎকার
ভালোবাসার কান্নার।
তুমি আবার এসে
ঘুম পাড়িয়ে দাও একবার,
স্বপ্নেও ভুলে আর এসো না
এরপর আবার।
আমি আজো শুনি চিৎকার
না বলা বেদনার।
email id : [email protected]