ওহে দিতে হবে পারি সাত-সমুদ্র তের-নদী
নির্ভয়ে বাইতে হবে তরী তুফান আসে যদি!
পরাজয়ের শঙ্কা না নিয়ে উড়াতে হবে পাল
টানতে হবে দাঁড় দিতে হবে আলো মাস্তুল।
দূর্গ্ম পথ যেতে যেতে কেটে যাবে সংশয়
সেদিন দূরে নয় দেখবে যেদিন নব সূর্য্দয় !


আর পৃথিবী তোমায় খুঁজে নিবে হৃদয় পার
তুমি যে আগামীর যোদ্ধা
বিজয়ের আলো সব আঁধার !
বাতিলেরা যেখানে সত্যে মিথ্যে বিভাদ করি
তাগুদের মোহ নিয়ে পৃথিবী যেখানে অহঙ্কারী
তুমি সেখানে এক মানবতার অলঙ্কারে
হকটাকে শুধু আগলে রাখবে অন্তরে- বিস্তরে


তুমি একজন লুপ্তগর্ব পিতার স্বপ্নের তনয়
কোন আঁধার পথে যাবে না-কোনমতে নয়
তোমাকে যেতে হবে সেখানেই যেখানে আলো
নোঙ্গার করতে হবে যুদ্ধের তরী- দুর্বার চলো
পিতার আর্শীবাদ আছে- ভয় কিসে তবে?
তাও হতে হবে সত্যের পূজারী ক্ষণিক ভবে।


তোমায় ভাবি আজ আগামীর যোদ্ধা বিজয়ের কানন;
এই পৃথিবী খুঁজে নিবে তোমায় আপন কর্মের সাধন!!
---২৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।