গ্রামীণ জীবনটা শক্ত করে
আঁকড়ে ধরে রেখেছিলাম
আজকে তাহা ছিটকে গিয়ে
লাজ সরমে  হারিয়ে গেছে !


গ্রামীন জীবন খুঁজব কোথায় !
কোত্থেকে যে কোন্খানে যায়
আধুনিক সব লোকজনেরা
মোবাইল পর্দায় ভাসতে ভাসতে।


হাই হ্যালো বলছে সবাই
বউ ছেড়েছে ধানের ঢেকি
ময় মুরুব্বির নাইরে শাসন
তরুণ-তরুণী মুক্ত পাখি ।


মোটর বাইকে ধুলো আকাশ,
পড়ার টেবিল সব ঘুমিয়ে
চলছে যুবক গাঁজা হাতে
নেতা হয়ে দাঁড়িয়ে গেছে।


অলি গলি বেটি-বেটা
লাজ সরমে যায় না হাঁটা
চায়ের দোকান বেজায় লোক
খুব জমেছে গীবত শ্লোক।


অর্থের খেলা চলছে ভীষণ
গ্রামীন জীবন নাইরে এখন।
চলছে যুদ্ধ রাম-রাবণে
দুঃখ গ্রামের হৃদয় কোণে।
---২৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।