শিক্ষিত জ্ঞানী গুনি তবু নির্দ্য় বিবেক!
চায় না বুঝে অসহায় মজলুমের আবেগ।
দাউ দাউ  জ্বলে প্রাণে কারবালা ভাস্কর,
কাঁদে বঞ্চিত-ন্যায্যতা দাও,শোনে না লস্কর
জীবন -জীবিকা কাবাব সম মরু রোদ্দুর
খাঁ খাঁ করে হৃদয় প্রান্তর- পৃথিবী চৌচির
দিলো না তো অধিকার অশ্রু জলে করে খুন
ক্ষুধার্ত্ পেট! বেতন বোনাস কেড়ে নেয়
ওরে তোরা শুন!
করোনার দুঃশাসনে শ্রমজীবির কাঁদনে
বিবেকেরা  ভুলে যায় ক্ষমতার গর্জনে
ক্ষুধার দহন--
বিনিদ্র শয্যায় কাঁদে জনম দুঃখী প্রাণ
অত্যাচারী চমকায় দুশমনে ঐক্যতান ।
হাসিটুকু কেড়ে নেয় শোসনের তরবার
করোনার অজুহাতে দুঃশাসনের দরবার।
সমাজপতি- শিল্পপতি- অফিসের বস
ওরে সব অশান্ত!
শ্রমিকের নীরে দাউ দাউ জ্বলে দেয়
অনলের শেষ প্রান্ত!
করোনায় কেড়ে নেয় প্রাণ!
জীবিকা লুট নেয় বিবেকহীন -বঙ্গ সন্তান!
স্থান নেই শ্রমিকের ! দুঃখে বুক- ঝাঁঝরা
ওরা যে রক্ত চুষে গোপন সন্ধিতে ভয়হারা!
-১৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।