করোনার দুঃশাসনে মৃ্ত্যুর মিছিলে মিছিলে দুনিয়া-
জীবন -জীবিকা!তাসের ঘরের মতো যাচ্ছে পড়িয়া।
কাঁদে পৃথিবীর মানুষ জীবন আর জীকিকার সংঘাতে!
যে কাঁদনে কেঁপে উঠে প্রেমের বুক বিরহের অশ্রুতে।
ব্যদনার ঢেউ উস্কে করোনা ছুটিছে উগ্র ভঙ্গিতে--


জীবন -জীবিকা  এই ধরাতে
মৃত্যু পথের অভিযাত্রী সংকেতবিহীন কষাঘাতে!
হসপিটালগুলো কেঁপে উঠে রোগীদের পঞ্জায়
বাঁচার তাগিতে ছুটে ফেরে মানুষগুলো নিরুপায়
তবু যদি পিতা-মাতা, ভাই-বোন- আত্ত্বীয় স্বজন
ফিরে পায়—


দু’মুঠো ভাতের অভাবে জমিনে ছুটিছে অভাবীর প্রাণ!
একদিকে মুত্যুর ক্রন্দন
আরেক দিকে জীবিকার সন্ধান !
এ প্রাণ ঘাতীর ছোবলে থমকে গেছে পৃথিবীর চলাচল
কঠোর নিষেধাজ্ঞা! তবু ছুটিছে চঞ্চল!
তবু নিস্ফল! তবু বিকল!
তবু মানুষ বাঁচতে চায় ক্ষণিকের নিখিল।


খানখান হয়ে গেছে দু’শত্রুর আক্রমণে
পৃথিবী কেঁদে উঠে অগ্নির লেলিহান দাহনে।
জীবন-জীবিকার তৃষ্ণায় সারা বুক হাহাকার!
পৃথিবীর প্রান্তরে কাঁদে মানুষ প্রতিটি প্রহর।


করোনার দুঃশাসনে মৃ্ত্যুর মিছিলে মিছিলে দুনিয়া-
জীবন -জীবিকা!তাসের ঘরের মতো যাচ্ছে পড়িয়া।
---১৩-০৭-২০২১ ইং,,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।