এ দেশের হুজোগ প্রাণ জাগেরে জাগে বিরান পথে
বাজার ঘাটে দৌড় ঝাঁপ করে রে করে দিবা- রাতে
করোনার প্রকোটে করিল যে লকডাউন জাহেরী
মৃত্যুকে আলিঙ্গন করিয়া ছুটিছে কাঁধে হাত ধরি!


বাঙ্গালী যেন উড়ন্ত পাখি!
উড়ে যায় যেথা সেথা ! পুলিশ আর্মি করে ডাকাডাকি।
কান ধরি উঠ বস জরিমানা গুনে তব দলে বল মিশে
মাস্ক ছাড়া ছুটিছে উড়িয়া অসীম পথের আকাশে।


অসচেতন বাঙ্গালী ঘুরে রে ঘুরে
অশ্রুর নদী দুকূল ছাপায়ে কাঁদে ছলছল সুরে!
উড়ে যাবে বদ্ধ দম তব মানিবে না করোনা প্রবল
মৃত্যুর মিছিল দেখিয়া জাগিবে না কভূ মায়ের তল।
শৃঙ্খলের বিকল্প নাই, মৃত্যু নিশ্চিত- নির্ম্ম তিক্ততা
কে জানে কি প্রবল বিধুর ব্যথা!


ধনী গরীব সকলেরে ভালবাসি
করোনা ছুটিছে ঊর্ধ্বে শিখরে নাই তরলতা হাসি!
সেথায় যাইবে সেথায় ধরিবে, যাইবে না তোমায় ভুলি
ধরিতেছে বুকেতে চাঁপিয়া জাগোরে দুলাল
জাগোরে দুলালী।


মৃত্যুতে কাঁদিবে না কেউ ফেলিবে না অশ্রজল!!
আপনারে রক্ষায় সচেতন হও এই ধরণীর তল।
করোনা এক অদৃশ্য ব্যাধি, নির্দয়ে তুলিয়া নেয় প্রাণ
যন্ত্রনায় মরিবে তব ভাঙ্গিবে না করোনার অভিমান !!
----১০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিা,গাজীপুর।