শুনেছি শিক্ষিত তুমি,মস্ত বড় অফিসার!
ধনী সন্তান তুমি দরিদ্র পিতার
জম্মাবধি যা পেয়েছো সুখদুঃখভার
এখন আর নেই সেই দরিদ্রতা তোমার
পিতার রক্ত দানে তুমি দেশ-বিদেশে
মস্ত বড় অফিসার হয়েছো অবশেষে
বাড়ী গাড়ী কত টাকার মালিক তুমি!
আমোদ প্রমোদে নষ্ট উল্লাসে ঘুরছো ভূমি
অসীম ঐশ্বর্যরাশি তোমার বলয় ঘিরে
কতো স্যালুট! কত ক্ষমতা আহা রে!
শুধু নিস্বঃ জম্মদাতা পিতা কূড়ে ঘরে
দরিদ্রতার নির্মম কষাঘাতে অশ্রু ঝরে
দু’মুঠো ভাত নেই!অন্নের চাহিদা যোগাতে
আজ পিতা ভিক্ষার ঝুলি হাতে
মানুষের দুয়ারে ঘুরতে ঘুরতে
বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ ভেলকোনিতে
বিনিদ্র রাত্রিতে
তোমাকে খুঁজছে হে মস্ত বড় অফিসার!
শুনেছি শিক্ষিত তুমি,অর্থ্ বৈভবে সম্ভার
অপলক চেয়ে আছে -অফিসার কই? অফিসার কই?
কাঁদে তোমার পিতা ম্লান শুষ্ক মুখ!
তোমার সুখ খুঁজতে গিয়ে পিতার দুয়ারে
অসম্পূর্ণ্ সুখ—
হে সন্তান- একবার চেয়ে দেখ পিতার এ তপ্ত বুক!!
---২২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।