পিতার মৃত্যু দিবসে পুত্র তুলেছে দু’হাত
নত শিরে ফরিয়াদ তার ওহে কুদরাত !


ক্ষমা করো,ক্ষমা করো তারে  অনন্তের কাল
প্রার্থনা ওগো মুক্তির রাহে আরশের করোতল।
পুত্রের দরখাস্তে তুমি দাও ওগো অমৃত সুর
তুমি রহমান ,তুমি রাহিম, তুমি মুক্তি সমধুর।


অন্তরে বিরহ গাঁথা- দুঃখের ক্রন্দনে
পুত্র তুলেছে দু’হাত করুনার আসনে
তুমি দয়া করো হে প্রভূত্বের গুন গানে
পিতা-পুত্রেরে এই বন্ধনে
হৃদয়ের ক্রন্দনে
পুত্র তুলেছে দু”হাত ক্ষমার আবেদনে।


তুমি কুবল করো হে এক এতিমের ফরিয়াদ!
পুত্র তুলেছে দু’হাত পিতার মুক্তির রাহে
ওই কঠিন কিয়ামত----
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সগীরা—
হে অনন্ত দিবসের মালিক-তোমার রহমত ছাড়া
এই পাপী গোলামেরা দিশেহারা, পথহারা।


ক্ষমা করো হে -ক্ষমা করো হে আদি-অন্ত প্রাণ
পিতার মৃত্যু দিবসে পুত্র করছে ক্ষমার নিবেদন।
--২৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।