ওগো অফিস সরকারী,
দুর্ণিনীতি ঘুষে আর কতো খাবে, ভরে না কো ভূড়ি!
নিবে কোন  ঘাটে নর্দমা জলে তোমার ভাঙ্গা তরী?
কার অভিসারে রক্ত রঝালে প্রজাদের দেহ প্রাণ
রাজ্যের তরে গোলাম হয়ে করো কেন অপমান ?


ওগো অসাধু, নৈতিক চরিত্র ফুরাল কি আজ তব?
চাকরীর আড়ালে কোথায় জড়ালে কৌশলে অভিনব!
কি আচরণ তোমার সহে না গায়ে বিরহ-অশ্রু সম!
ঝরিছে  রক্ত রাঙা পলাশ নিশি- ভোরে  প্রিয়তম।


ওগো অফিস সরকারী
রাজ্যের আকাশে ছলছল চোখ তব তুমি মারো তুড়ি!
মরন ছুরি ঢুকিতেছো বুকে সরকারী চেয়ার ঘেরি।
র্দুণিনীতিরর সম যা কিছু আছে সবকিছু আজ ধরি
তুমি উচ্চপদস্থ অফিসার, কেরানী- পিয়ন কিংবা
সংবিধানের ধারক বাহক যাইতেছো বাংলারে পুড়ি।


ছিঃ ছিঃ ঘৃণা লাগে ভাষা নেই তব ও হৃদয় খুলে
প্রার্থনা করি, ফিরে এসো নৈতিক পথে অনৈতিক ভুলে।
বাংলার মুক্তি যে তোমাদের বলয় ঘিরে-
দুঃখী মা  অপলক চেয়ে ফিরে ফিরে—
তুমি কতটা শুভ্রতায়!


ওগো অফিস সরকারী,
দুর্ণিনীতি ঘুষে আর কতো খাবে, ভরে না কো ভূড়ি!
নিবে কোন  ঘাটে নর্দমা জলে তোমার ভাঙ্গা তরী?
--১০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।