(০১)ভালোবাসার মিশন


বেঁচে থাকবো দ্বীনের উপর গভীর মুজাহাদায়
          ভালোবাসার মিশন নিয়ে চলবো বসুন্ধরায়।
মুহাম্মদের আলোর মশাল পথ করবে আলো
        যে আলোতে দিগ-দিগন্তে বিলুপ্ত সব কালো।
   আকাবিরের পথে চলবো মহান প্রভুর দয়ায়।।


এই জমিনের পরতে পরতে স্রষ্টার নিদর্শন
            ফল ও ফুল, সুবাসে সব ভীষণ আকর্ষণ।
ঐ আকাশের নীলিমা চাঁদ দীপ্তিময় তাঁরা
              এক স্রষ্টার সংবাদ দেয় সারাক্ষণ ওরা।
    সব কিছুতে আল্লাহ্ পানে টানে সদা আমায়।।


গাইরুল্লাহর প্রেমে পড়লে কী হবে মোর লাভ?
       প্রেমের জ্বালায় বিচূর্ণ হবে আমার সব প্রভাব।
সফল আমি প্রিয়র সনে হয় যদি মোর ভাব
      ভালোবেসে আপন করবেন এটাই তার স্বভাব।
   প্রিয়র খোঁজে ঊর্ধ্বে উড়ি আমি রূহের ডানায়।।


কোনো জ্বালা ভাল্ লাগে না এক জ্বালার অভাব
     চাই বক্ষ জুড়ে আমার প্রিয়র প্রেমের উষ্ণ তাপ।
তাঁর প্রেম ব্যথিত প্রাণের এয়ারকন্ডিশন
         তাঁর সাথে থাকলে ওপেন কবুলের অপশন।
  জ্বলে পুড়ে পৌঁছে যাবো তাঁর কাছে এক সময়।।


(০২)জীবনের সংগ্রাম


এই জীবনে দেখেছি চোখে, সংগ্রামী শত শত
     সবচেয়ে বড় সংগ্রামী সে, যে আল্লাহর অনুগত।
সংগ্রাম যার হয় জীবনে মহান আল্লাহর খুশি
      আল্লাহর জন্য উৎসর্গ করে নিজের কান্না হাসি।


নিজের জীবন, বাঁচা-মরা, যার আল্লাহর খুশিওয়ালা
    দো-জাহানের শ্রেষ্ঠ ধনী ওই সে আল্লাহওয়ালা।
এই দুনিয়ার সর্ব কিছু আল্লাহর দয়ার দান
         মাটি, বাতাস, দানা-পানি নিয়ামত অফুরান।


এতো দয়াল দাতা যিনি কেমনে রইছি ভুলে
         ডাকলে তিনি যাই কেমনে অন্য দিকে চলে।
জীবন মিশন চেঞ্জ করেছি চলছি তাঁহার পথে
        প্রতি পদেই কিছু তো দেন নগদ হাতে নাতে।


পৌঁছাবো কী জান্নাতে না পাবো জাহান্নাম?
           ভয়ে মরি, আশায় বাঁচি জপি তাহার নাম।
জানি না তো কখন জানি ছাড়বো ধরাধাম
     রব্বুল আরশকে খুঁজে পাওয়া জীবনের সংগ্রাম।


~~~~~~~~~~~~~
তারিখঃ ২১/০৯/২০২১ইং
বিকালঃ ০৪:২০ মিনিট।
বনগ্রাম শিকদার মার্কেট,
মুকসুদপুর, গোপালগঞ্জ।
~~~~~~~~~~~~~~
তারিখঃ ১৩/০৮/২০২১ইং
রাতঃ ১২:৩০ মিনিট।