হে মাওলা! তোমার অন্বেষণে আমার ছুটাছুটি
তোমায় পেতে এই বুকেতে করি যে কান্নাকাটি।
ক্ষয়িষ্ণু স্বাধ সব বিসর্জন তোমার খুশির তরে
চিরস্থায়ী স্বাধ পেতে মাওলা তোমার দিদারে।


অজানা এক ফুলেল সুগন্ধি ছড়িয়ে চারদিকে
বুঝি আমি আড়াল হতে কে যে আমায় ডাকে।
ডাকে আমায় পরম সুন্দর! প্রাণের মহাজন
ভালোবাসা প্রেমের তরে যার সকল আয়োজন।


সৃষ্টি করে পাঠিয়ে দিলে আমায় এ দুনিয়ায়
আড়ালে থেকেই অহর্নিশি দেখতেছো আমায়।
কাছে আসবো ভালোবাসবো দুয়ার যে বন্ধ
তুমিতো নিকটে তবুও দেখিনা আমি তো অন্ধ।


রূপেনগরে আমি ভ্রমণ করি রুমীর হস্ত ধরে
সেখানে কাটে তোমাতে মেতে জালওয়াপুরে।
হৃদে ঝড় বয়ে যায় ত্রস্ত্র করে গাইরুল্লাহ্ সবি
দিবস-রজনী জাগ্রতচিত্তে তোমায় অনুভবী।


তোমার রূপনগরে যেদিন মোর প্রথম ঘুরাঘুরি
রূপের সোভায় পাগল হিয়া ভিন্নসব ছাড়ি।
কী অনিন্দ্য! হে প্রিয়জন! তোমার রূপাধার
রূপের আলো দূর করে দেয় তমিস্র আঁধার।


হৃদয় জাহান বানায় মহান প্রিয়র প্রেম নগরী
প্রেমের আগুন করে উৎপাত এ যে আগ্নেয়গিরি!
সৃষ্টি করে হাজার গিরি তার উত্তপ্ত সংস্পর্শে
দিনে দিনে উঠতে থাকে মাকামাতের শীর্ষে।


ছাড়বো না ঐ রূপের আঁচল কভু এক পলকে
জ্বলে-পুড়ে নিঃশেষ হতে চাই রূপের'ই ঝলকে।
তোমার থেকে দূরত্ব প্রিয় মস্তবড় এক ভুল
মন বাগানে ফুটুক এবার তোমার প্রেমের ফুল।


তারিখঃ ০৯/০৪/২০২২ইং
ভোরঃ ০৫:৩৬ মিনিট,
আলীপুর, ফরিদপুর।