এক বুক বিস্ময় নিয়ে তোমাকে দেখি
স্বপ্নকে বাস্তব ভেবেই তোমাকে দেখি।
নেশা ভর্তি চক্ষু যুগল শুধুই তোমাকে দেখে
একবার দেখে, বারবার দেখে এরপর হাজারবার।
দেখা যেন শেষই হবে না কোনদিন, কোনকালেই।
যখন দেখি, তখন তো দেখি নয়নে
যখন দেখি না, তখনও দেখি, তুমি তো হৃদয়েই থাকো।


শুধু তোমাকেই দেখি, ভালোবাসা ভরা চোখে
দেখেও আবার দেখি, ভালোবাসা ভরা প্রাণে।
গ্রীষ্মের দুপুরে দেখি, শীতের প্রভাতে দেখি,
শরতের বিকেলে দেখি, হেমন্তের ঝরাপাতায় দেখি।
বর্ষায় টিপটিপ বৃষ্টি ফোঁটায়, তোমাকে অনুভব করি
অনুভবের তীব্রতায় বাস্তবে ছুঁতে চায় মন।
এতক্ষণের দেখা ছিল আমার তপ্ত হৃদয়ের,
এভাবেই, এমন করেই নিত্যকার তোমাকে দেখি।
কতকাল ধরে দেখি তবুও তৃষ্ণা কমছে না,
দিনে দিনে ক্ষণে ক্ষণে তৃষ্ণা বেড়েই চলছে যেন!


তোমাকে দেখবো যখন;
আহা কী শিহরিত হয়ে উঠি, ভাবামাত্রই!
কবে ফুটবে রক্তজবা আর লাল কৃষ্ণচূড়া
লাল গালিচার মতো ছড়িয়ে থাকবে উঠোন জুড়ে।
চকচকে রোদ মাখিয়ে গল্প শোনাবো কবিতায়
সেদিন তুমি আর কল্পনা আর অনুভবে নয়।
তোমার নরম হাতটা বাড়িয়ে দিও একটু!
টেনে বসাবো আমারই পাশে,
তোমার রৌদ্রোজ্জ্বল সূর্য ঠোঁটের হাসিতে
কালো রাতগুলো অর্থাৎ তুমিহীন রাতগুলো
একেবারে নিশ্চুপে ছুটি দিয়ে দিবো।
ক্যালেন্ডারে দাগ দেওয়া অপেক্ষার
সেই দিনগুলও মুছে দিবো সেদিন এলে।


কারণে অকারণে অভিমানটুকু থাক
সাথে তোমার প্রতি গভীর ভালোবাসা।
এরপর শুধু তোমাকে অপলক দৃষ্টিতে দেখে যাওয়া।
আমৃত্যু দেখে যাওয়া, কবিতায় রেখে যাওয়া কথা
শুধু তোমাকেই দেখি, শুধু তোমাকেই দেখি,
প্রিয়, ভালোবাসি আর শুধু তোমাকেই দেখি।
একবার দেখে, বারবার দেখে এরপর হাজারবার।
দেখা যেন শেষই হবে না কোনদিন, কোনকালেই।


তারিখঃ ০৫/১২/২০২২ইং
বিকালঃ ০৪:৪৭ মিনিট।