এই বাজারে আমি প্রেমের খরিদদার
বলো, বন্ধু কোন গলিতে প্রেমের দোকানদার?
হৃদয়ে খুব পিপাসা নিয়ে ছুটে এসেছি
কত অলি-গলিতে আমি ঘুরে ফিরেছি!
মহান প্রিয় সাকীর প্রেম পেতে এবার।।


নেই এ বুকে কিছু ব্যাদনার ফুল ছাড়া
চেয়েছি বুকে আমি প্রেমের ফুলের তোরা।
কত কাননে তা আমি খুঁজে ফিরেছি
তালাশে তালাশে আমি এখানে এসেছি।
পাবো প্রেম যদি পাই সেই দোকানদার।।


মহান প্রিয়র প্রেমের তালাশ অনুসন্ধানে
জীবন উৎসর্গ কত যে সময় গুনে!
আমরণ চেষ্টায় মহা সফল আমি
সে ধন পাই যদি যে ধন পেয়েছে রুমী।
আকাঙ্ক্ষা রাখি ভিখারী সে ধন পাবার।।


চাই আমি পরমপ্রেম খুঁজি তাকে হরদম
দো-জাহানের দাম তার তরে অনেক কম।
বড় দুয়ারে বড় চাওয়া অসীম তোমার দয়া
ভালোবাসার আঁচলপুরে চাই চির ছায়া!
এই ধন পেলে বলো আর কী দরকার।।


অবশেষে পেয়েছি হাতে হাত দিয়েছি
প্রেমের ফুল তুলবো ওয়াদা করেছি!
ভালোবাসার এই ফুল সেরা সুবাসওয়ালা
ঘ্রাঁণে তাঁর বাড়িয়ে দেয় প্রেমীবুকের জ্বালা।
দোকানদারের নিকট সেই খুশবু-ভান্ডার।।


তারিখঃ ০২/১০/২০২০ইং
বিকালঃ ০৩:৩০ মিনিট।