নাচছি আমি নাচছো তুমি
নাচছে সবাই বেলতলায়
পাকা বেলের গন্ধে মাতাল
গাইছে ন্যাড়া জোরগলায়।
পড়ছে মাথায় পাকা বেল,
নেই কোন মান নেইকো হুঁশ-
গুঁতোগুতি বিরাম হীন,
আঁকড়ে ধরে রং ফানুস।
মরেও রোজ আছি বেঁচে,
মূল্যবোধের হচ্ছে শেষ।
বেলতলাতে ন্যাড়ার ভিড়,
আর, ধুলোয় মোড়া তাসের দেশ।


                           -দেবাশিস