তা থপ থপ তা থপথপ,
নাচছে সোনা ব্যাঙ-
কুমরোপটাশ নাচছে সাথে,
দিব্যি ছুড়ে ঠ্যাং।


প্রেমের ভারে ধরা কাঁপে,
ঘিলু যে যায় নড়ে-
মদনা নাচে চ্যাঙ্গা নাচে,
কালবোশেখী ঝড়ে।


চিত্তে আমার লাগছে দোলা,
সাধ জাগছে খুব-
আমিও দিই প্রেমসাগরে,
ই'য়ের সাথে ডুব ।


তুমি শুধু খামোখা ভাই,
পেগাস্যাসের পিছে-
হেঁচে কেশে মরছ কেবল,
অষ্টপ্রহর মিছে।


বরং, পেগে ভরো শিবা'স ও রাম,
মাথাতে বাম ঘষে-
তামাক ভরে গাঁজার ছিলিম-
টানো একশ্বাসেতে কষে।


তারপরেতে লাবড়া বানাও,
লেলিন গুয়ে ভরে-
বং কালচার বেবাক খুশি,
তার, 'গন্ধ-বিচার' কোরে।


***************